শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে-জোনায়েদ সাকি বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু

আটঘরিয়ায় ৫ ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৬৪ বার

পাবনার আটঘরিয়া ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সহকারী রির্টানিং অফিসার ও  উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 

এসময় নিজ নিজ  পরিষদের স্ব-স্ব র্প্রাথীদের সঙ্গে তাদের সর্মথকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর  ইউপি রির্বাচনে ভোটগ্রহণ হবে। আর এই ভোট গ্রহণকে সামনে রেখে এ ৫ ইউনিয়ন পরিষদের ভোটারদের মধ্যে  বিভিন্ন আলোচনা ও কৌতুহলের শেষ নেই।

 

৬ ডিসেম্বর ছিল মনোয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে ৫ ইউনিয়ন পরিষদে ৩০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

র্বতমানে লক্ষীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ মোট ৭ জন। তারা হলনে- আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত শেখ আনোয়ার হোসেন। তার প্রতীক নৌকা। স্বতন্ত্র র্প্রাথী হচ্ছেন আব্দুল মালেক সরকার (আনারস), হাবীবুল্লাহ মোল্লা (চশমা), রফিকুল ইসলাম (ঘোড়া), রফিকুল ইসলাম (আটোরিকশা), নকীবুল্লাহ (মোটরসাইকেল), হাফিজুর রহমান (টেবিলফ্যান)।

 

অপরদিকে একদন্ত ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী পাঁচজনের মধ্যে ২জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ সর্মর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মহসনি আলী মোল্লা। তার প্রতীক নৌকা। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন লিয়াকত হোসেন আলাল (ঘোড়া),রেজাউল করিম (মোটরসাইকেল)।

 

মাজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে ৫ জনের মধ্যে ২জন প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইন্তাজ আলী খান। তাঁর প্রতিক নৌকা। স্বতন্ত্র প্রার্থী হলেন মো. ফারুক হোসেন খান (আনারস), মো. ইউসুফ আলী (মোটরসাইকেল)।

 

র্বতমানে চাঁদভা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন দাখিলকারী। এর মধ্যে ২জন প্রত্যাহার করেছেন। প্রতিদ্বন্দিতা করবেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত সাইফুল ইসলাম কামাল। তার প্রতীক নৌকা। স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন মো. কামরুজ্জামান টুটুল (মোটরসাইকেল), শারিফুল ইসলাম (হাতপাখা)।

 

র্বতমানে দেবোত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন দাখিলকারী। এর মধ্যে ২জন প্রত্যাহার করেছেন। প্রতিদ্বন্দিতা করবেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল। তার প্রতীক নৌকা। স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন কে. এম শাহীন (আনারস), আবুল কালাম আজাদ (ঘোড়া)।

 

উপজলো নির্বাচন র্কমর্কতা ও সহকারী রির্টানিং অফিসার আব্দুস সামাদ এবং উপজেলা কৃষি র্কমর্কতা সহকারী রির্টানিং অফিসার সজীব আল মারুফ জানান, আটঘরিয়ার ৫টি  ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ৭১ জন , সাধারণ আসনে ২০২ জন। সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com