পাবনার আটঘরিয়ায় বাংলাদেশ যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্প্রতিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার সদর দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্র হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যদেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন। উপজেলা যুবলীগের সভাপতি মো. আজিজুল গাফ্ফার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নুর পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লগের যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম মকুল, জেলাযুবলীগের সদস্য আহসান উল্লাহ, মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আব্দুল বাতেন, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাকসুদুল কবির টুলুসহ উপজেলার বিভিন্ন পর্যায় নতেৃবিন্দ। পরে অতিথিরা কেক কেটে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।