বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৯ টার দিকে জেলা যুবদলের উদ্যোগে পটুয়াখালী পৌর শহরের বনানী এলাকা থেকে মিছিলটি বের হয়ে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সহ-সভাপতি ইমরুল আহসানসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন। এরই মাঝে বেশ কিছুদিন যাবত তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে।
ফলে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল করছেন।