বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলে আটক; ৪৫ হাজার টাকা জরিমানা আশুলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার কালিয়াকৈরে শ্রমিকবাহী বাস চাপায় এক ব্যবসায়ী নিহত

স্বরুপকাঠীতে সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা, বর্তমান চেয়ারম্যানসহ গ্রেফতার আট

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৭৩ বার

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যার ঘটনায় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এর আগে চারজনকে গ্রেফতার করে থানা পুলিশ। চাঞ্চল্যসৃষ্টিকারী এই ঘটনায় এখন পর্যন্ত মোট আটজন গ্রেফতার হলো। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদরদপ্তরে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৮ এর উপ-পরিচালক মোঃ রবিউল ইসলাম।

র‌্যাবের হাতে গ্রেফতারকৃতরা হল, বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, তার সহযোগী সুষময় হালদার, জালিস মাহমুদ ও আমিনুল ইসলাম। র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর যৌথ আভিযানিক টিম বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাট জেলার মোল্লারহাট থানা এলাকা হতে এই চারজনকে গ্রেফতার করে। হত্যাকান্ডের পর তারা গ্রেফতার এড়াতে বাগেরহাটে আত্মগোপন করে।

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার। সাবেক এই চেয়ারম্যানকে বিদ্যালয়ের প্রধান অতিথি করায় আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার। তাছাড়া নির্বাচন নিয়ে এই দুইজনের মধ্যে তীব্র বিরোধীতা চলছিল দীর্ঘদিন ধরেই।

মঙ্গলবার অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার অনুসারীদের নিয়ে অনুষ্ঠানস্থলে এসে হট্টগোল শুরু করে এবং চেয়ার ভাংচুর করে। এক পর্যায়ে তার নেতৃত্বে সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে দোকানের চুলার লাকড়ি (কাঠ) দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় সাবেক চেয়ারম্যানকে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহের পোস্টমর্টেমের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে শংকর সরকার ও বাবুল হালদার নামে দুইজনকে আটক করে পুলিশ।

এছাড়া অভিযান চালিয়ে তাপস মজুমদার এবং স্বাধীন হালদার নামে আরো দুজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন। তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরেই সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-১০।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com