পাবনার আটঘরিয়া পৌরসভার দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র মোঃ শহিদুল ইসলাম রতনের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এই শপথবাক্য পাঠ করান। একই সময়ে ৯জন সাধারণ কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলদের শপথ অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া পৌরসভার দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন বলেন, আটঘরিয়া পৌরবাসীর নাগরিক সেবা বৃদ্ধিসহ সকল সুযোগ – সুবিধা বৃদ্ধি করা হবে।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর আটঘরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম রতন ৫ হাজার ৬৮২ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হন।
এ জাতীয় আরো খবর..