যশোর সদর হাসপাতালে করোনা রোগীর চাপ সামাল দিতে রেড ও ইয়েলো জোনের শয্যা সংখ্যা দ্বিগুন করা হয়েছে। সেইসাথে ১১ বেডের আইসিইউ ও ১৫ বেডের এইচডিইউ এর ব্যবস্থাও করেছি।
বৃহসপতিবার (৮ জুলাই) বেলা ১১টারদিকে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান। তিনি বলেন, হাসপাতালটিতে বর্তমানে ২১ টি নেজাল কেনিউলা ডিভাইস, ২টি এনআইভি বাইপ্যাপ, সিপ্যাপ মেশিন, আইসিইউ পরিচালনার স্পেয়ার পাটর্স, ৩৫ টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ৩৬৫ টি ছোট সিলিন্ডার, ৯৪ টি বড় সিলিন্ডার, সেন্ট্রাল অক্সিজেন লাইন ট্যাংক রয়েছে।
রোটেটিং রোষ্টারে আছেন ৩৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ১৭ জন মেডিকেল অফিসারও ৪০ জন সেবিকা। এছাড়া রোগী কল্যান সমিতির পক্ষ থেকে বৃহসপতিবার ৬ জন পরিচ্ছন্নতা কর্মী যোগ দিবে আমাদের সাথে। অল্প কয়েক দিনের মধ্যে ইউনিসেফের অর্থায়নে ৬ জন পরিচ্ছন্নতা কর্মী আসবে। তিনি আরো বলেন, বর্তমানে রেড ও ইয়েলো জোনে প্রতিদিন প্রায় ২৩০-২৫৫ জন রোগী ভর্তি থাকছে। ইয়েলো জোনে যখন রোগীরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয় তখন সেখানে স্বাভাবিকভাবেই একটা চাপ সৃষ্টি হয়।
যার ফলশ্রুতিতে কোন কোন রোগীর সেবা কার্যক্রম শুরুতে সাময়িক বিলম্ব হতে পারে। ইয়েলো জোনের এই চাপ সামাল দেয়ার জন্য গত ৬ জুলাই হতে ২৪ শয্যার মহিলা আইসোলেশন খোলা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে রেডজোনে ১শ’৫০টি এবং ইয়োলো জোনে ৩১টি শয্যা রয়েছে। বৃহসপতিবার সেখানে চিকিৎসাধীন ছিলেন যথাক্রমে ১৬১ ও ৭৪ জন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ।
এ জাতীয় আরো খবর..