এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হাড়ের দিক থেকে পিরোজপুর জেলা সবার শীর্ষে
রয়েছে। আর সবার নীচে রয়েছে ভোলা জেলা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান
ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, এ বছর গড় পাশের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার
শীর্ষে। এ জেলায় মোট পাশের হার ৯২ দশমিক ২৬। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা
বরিশাল জেলার পাশের হার ৯০ দশমিক ৯২। তৃতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার
পাশের হার ৯০ দশমিক ৭৩।চতুর্থ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাশের হার ৯০
দশমিক ০৮।পঞ্চম অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৮৯ দশমিক ৮০।
আর সবার শেষে থাকা ভোলা জেলার পাশের হার ৮৭ দশমিক ১০।
অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সবথেকে বেশি এরপর
ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে
বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৮ হাজার ২৮০ জন
জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৩৬৮ জন এবং ব্যবসায়
শিক্ষা বিভাগ থেকে ৫৭১ জন জিপিএ-৫ পেয়েছে।
এদিকে বরিশাল বোর্ডে এবারে কেউ পাশ করেনি এমন কোন বিদ্যালয় নেই।