বরিশালে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০২২ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
আজ ১৩ মার্চ রবিবার সকাল ১০ টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০২২ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ ইউনিসেফ বরিশাল এ এইচ তৌফিক আহমেদ, প্রধান শিক্ষক শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় পাপিয়া জেসমিন, সভাপতি খেলাঘর বরিশাল জেলা কমিটি নজমুল হোসেন আকাশসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন পরে শিশু চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে দিনভর শিশুদের বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।