বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক সফর উপলক্ষে পাবনা জেলার সকল শাখা ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) আর.এম.একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মুরাদ হায়দার টিপু এবং উপ-দপ্তর সম্পাদক ইমরান শেখ।
শুরুতে উদ্ভোদনী বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফিরোজ আলী।
বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন, সভাপতি রকিবুল হোসেন রনি ; চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস রাজু, সভাপতি আব্দুল আলীম ; বেড়া ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রুবেল, শেখ মেহেদী হাসান রুবেল, আহ্বায়ক মেজবাহ মোল্লা ; আটঘরিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোফাজ্জল হোসেন ; সুজানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহমেদ, সভাপতি জাহিদুল ইসলাম তমাল ; ভাঙ্গুড়া ছাত্রলীগের সাধারণ সম্পা)দক মাবুল, সভাপতি বিপ্লব ; ফরিদপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ শাখার নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম।
উল্লেখ্য, পাবনা জেলার সকল উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, টেক্সটাইল কলেজ ছাত্রলীগের শীর্ষ নেতাকর্মীরা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..