শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৩০ সেকেন্ড ঝরে লন্ডভন্ড ৫ টি গ্রামের ৪ শতাধিক পরিবার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮ বার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩০ সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ৫টি গ্রামের প্রাশ ৪ শতাধিক পরিবার আহত হয়েছেন কয়েকজন মানুষসহ অসংখ্য গবাদি পশু পাখি।

রবিবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, সুতাহারপাড়া, রায়মহল ও ভিতারবাড়ী এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামাবাড়ী এলাকায় এ ঝড়ের আঘাত হানে। মুহূর্তের ঝড়ো বাতাসে ঘরবাড়ির টিনের চাল উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যায়।

সরজমিনে গিয়ে কথা বলে জানা যায়, হঠাৎ ভোরবেলায় প্রচণ্ড শব্দে বাতাস বইতে শুরু করে। মাত্র ৩০ সেকেন্ডে সব কিছু উলটপালট হয়ে যায়। কার টিন কার বাড়িতে গিয়ে পড়েছে, তা বোঝার উপায় ছিল না। প্রায় প্রতিটি ঘরে কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে। বাড়ীর পাশে পুকুর থেকে ডুবে ডুবে টিন খুজে বের করা হচ্ছে। অনেক দরিদ্র অসহায় পরিবার রয়েছে তাদের পুনরায় ঘর তুলতে যা খরচ হবে সেটা যোগার করা সম্ভব না। তাই প্রশাসন ও বিত্তবানদের কাছে দ্রুত টিন, অর্থ ও খাবাবের সহযোগীতা চেয়েছেন তারা।

পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, “আমাদের ইউনিয়নের অন্তত চারটি গ্রামে প্রতিটি বাড়িরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে প্রাণহানি ঘটেনি। প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান ক্ষতিগস্ত এলাকা গুলো পরিদর্শন করে বলেন, আমরা দূত একটি তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে চাল দেওয়া হবে। পরবর্তীতে তাদের জন্য ঢেউটিন প অর্থের ব্যবস্থা করা হবে।

এদিকে ক্ষতিগ্রস্থ এলাকাগুলো উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বায় প্রদান করেন।

বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক জানান, ঝড়ে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক তারের ওপর গাছ ভেঙে পড়েছে। বালিয়াডাঙ্গী বাজারে ও লাহিড়ী বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্ৰ্যামে বিদ্যুৎ বন্ধ রয়েছে। সকাল থেকে আমাদের লোকজন মাঠে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com