মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে র‌্যাবের ওপর হামলা গুলিতে মাদক ব্যবসায়ী নিহত চাঞ্চল্যকর মমতাজ হত্যার সকল আসামী খালাস অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই – আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশালে হেলথ কার্ড বিতরণ বরিশালে ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন; থানায় মামলা দায়ের উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – পরিবেশ উপদেষ্টা

জারুলের মন মাতানো মোহনায় হাবিপ্রবি ক্যাম্পাস

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৬২ বার

জারুল ফুলে মোহনীয় রুপ ধারণ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

এই ফুল যেমন আকর্ষণীয় তেমনি তার নমনীয়তা ও কোমলতা হৃদয়ে দেয় প্রশান্তির দোলা। বসন্তের মায়াময় পরিবেশ যখন সবে বিদায় নিয়েছে ঠিক তখনই নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছে ক্যাম্পাসের এই ফুলগুলো। এক পশলা বৃষ্টির পর এই ফুলের বেগুনি আভায় সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের মাঠের পশ্চিম পাশে রয়েছে মাঝারি আকারের একটি জারুল গাছ। যেনো থরে থরে সেজে আছে কোনো এক রূপকথার মায়াবী রানীর চুলের খোপা।

হলের মাঠ পেরিয়ে ভূতপূর্ব ময়নাদ্বীপের রাস্তাটা ধরে এগুতে থাকলেই চোখে পরবে ৩টি জারুল গাছের। যেনো একসাথে প্রেমময় করে তুলেছে ফিশারিজ পুকুরঘাটকে। শেষ বিকেলে গ্রীষ্মের তাপ কিছুটা কমলে বন্ধুবান্ধবদের দেখা মেলে ঝড়ে পরা বেগুনীর আভায় আড্ডা দিতে।

বসন্তের দখিনা হাওয়ায় শিমুলের লাল ঝড়ে গেলেও গ্রীষ্মের গরমে এক পশলা বৃষ্টিতে চকচক করে ওঠা বেগুনী জারুল যেনো নতুন প্রাণের সঞ্চার ঘটায়। মেলে দেয় নিজের সব সৌন্দর্য। কচি সবুজ পাতার ফাঁকে-ফাঁকে উঁকি মারে বেগুণি-হলুদ জারুল ফুল।

সূর্য তখন মাথার উপরে কিরণ দিচ্ছে। দেখা মিললো গ্রীষ্মের তপ্ত রোদে ক্লান্ত কিছু শ্রমিককে ফিশারিজ পুকুরপাড়ে বিশ্রাম নিচ্ছেন জারুলের ছায়ায়। সঞ্চয় করছেন কাজের শক্তি এবং মনোবল।

সেন্ট্রাল মসজিদের রাস্তাটা ধরে হাঁটতে বেরিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা হাঁটতে বেরিয়েছিল।

প্রতিবেদককে দেখে তারা বলেন, স্নিগ্ধ সকাল হোক কিংবা তপ্ত দুপুর, পথচারীরা রাস্তায় হাঁটবে আর এই গাছগুলো তাকে নিজের দিকে আকর্ষণ করবে না তা যেন হওয়ার নয়।

এমনই এক সম্মোহনী শক্তি নিজের মধ্যে পুঞ্জীভূত করে রেখেছে জারুল ফুল। রোদ বেশি থাকায় বিকেলে বঙ্গবন্ধু হল মাঠে মাঝারি আকারের সেই জারুল গাছের সাথে ছবি তোলার আলাপও চলে তাদের মাঝে।

অডিটোরিয়াম-১ এর সামনেসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আরও কয়েকটি যায়গায় দেখা মেলে ভেষজ ঔষধী গুণসম্পন্ন উজ্জ্বল বেগুনি আভার জারুল গাছের।

মন মাতানো মোহনায় হাবিপ্রবি -তে আরো একধাপ এগিয়ে জারুল ফুল এবং ভেষজ ঔষধী গুণসম্পন্ন উজ্জ্বল বেগুনি আভার জারুল গাছ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com