বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন

গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়েছে কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, বরিশাল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫ বার

ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের প্রায় কোটি টাকা আত্মসাত করে আত্মগোপন করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রাহকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ভুক্তভোগী গ্রাহকরা তাদের আমানত ফেরত পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাকাশুরা বাজারের।

আজ বৃহস্পতিবার দুপুরে ভূক্তভোগী গ্রাহকরা জানিয়েছেন, কাকাশুরা বাজারের দীর্ঘদিনের পরিচিত স্থানীয় (চরবাড়িয়া) এলাকার বাসিন্দা ডাচ্ বাংলা ব্যাংকের আউটলেট শাখার এজেন্ট কর্মকর্তা মো. নাইম হোসেন এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জন করে ব্যাংক লেনদেনের কাজ করে আসছিলেন।

গ্রামের সহজ সরল মানুষ তার মাধ্যমে টাকা জমা রাখতেন, ডিপিএস করতেন, গ্রাহকের বিদ্যুৎ বিল দিতেন এবং বিভিন্ন আর্থিক লেনদেন করতেন।

সূত্রমতে, অতিসম্প্রতি নাইম হোসেন গ্রাহকের জমাকৃত প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেন। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও ফোন রয়েছে। চরবাড়িয়া এলাকার তার বাড়িতে গিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে অনেক খোঁজাখুজির পর গ্রাহকরা নাইমের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার দুপুরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের কাকাশুরা বাজারের আউটলেট শাখা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।

ভূক্তভোগী গ্রাহক মো. আমিনুল ইসলাম বলেন, আমি নাইমের মাধ্যমে ডাচ্ বাংলা ব্যাংকে ৫০ হাজার টাকা ডিপিএস করেছিলাম। আজ জানতে পেরেছি আমার নামে কোনো ডিপিএসই খোলা হয়নি।

আরেক ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন, আমার মেয়ের বিয়ের জন্য এক লাখ টাকা জমা রেখেছিলাম। নাইমের আত্মগোপনে এখন আমার সবশেষ।

একাধিক গ্রাহকরা অভিযোগ করেন দুই মাস আগে এখানে বিদ্যুৎ বিল দিয়েছি কিন্তু বিদ্যুৎ অফিসে কোন টাকা জমা হয়নি। নাইম তাদের পুরো টাকা আত্মসাত করেছে।

এ ব্যাপারে আত্মগোপন করা ডাচ্ বাংলা ব্যাংকের অভিযুক্ত এজেন্ট কর্মকর্তা মো. নাইম হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে ডাচ্ বাংলা ব্যাংকের বরিশাল সদর উপজেলার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, আত্মগোপন করা নাইম হোসেনের সন্ধান চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সার্বিক বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com