পাবনার আটঘরিয়ায় পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে উত্তরচকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার রাতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যদেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথির বক্তব্যদেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল। আটঘরিয়া পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যদেন পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ খান, জাহিদুল ইসলাম মুকুল।
সভায় বক্তারা আসন্ন আটঘরিয়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়রকে পুনরায় নির্বাচিত করে পৌর এলাকার উন্নয়নের ধারা অব্যহত রাখতে মতামতদেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন খান।