প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নলছিটি উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের সাথীর মোড় এলাকা থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে কটুক্তিকারী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার ও নলছিটি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..