ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থী এক তরুণীকে জনসম্মুখে পিটিয়ে রক্তাক্ত করাসহ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আজ রাতে তাকে বহিষ্কার করে।
তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ডিএনসিসির ৬নং ওয়ার্ড কাউন্সিলর। তার বিরুদ্ধে সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, বাড়িঘর দখলসহ নানা অভিযোগ সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছে জমা পড়েছে।
সর্বশেষ গত মঙ্গলবার রাতে রূপনগর ২৩ নম্বর রোডের মাথায় তুচ্ছ ঘটনায় জুলিয়া আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বেদম প্রহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী রুপনগর থানায় একটি লিখিত অভিযোগ (ডিজি) দায়ের করেন।
এ জিডি তুলে নিতে কয়েক দফা হুমকি দেন বাপ্পি। পরে তুলে নিয়ে গিয়ে আপোস নামায় স্বাক্ষর নেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে বাপ্পিকে বহিষ্কার করা হয় যুবলীগ থেকে।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদকের একটি পদ দীর্ঘদিন থেকে ফাঁকা ছিল। মিল্কি হত্যাকাণ্ডের পর যুবলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় সাখাওয়াত হোসেন চঞ্চলকে।
সংগঠনের কর্মকাণ্ডের গতিশীলতা আনার উদ্দেশ্যে কয়েক বছর আগে সেই পদে স্থলাভিষিক্ত করা হয় পল্লবী থাকা যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে। এ পদে আসতে তাকে বড় ধরনের লগ্মি করার অভিযোগও উঠেছিল সে সময়।