সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঞ্চল্যকর মমতাজ হত্যার সকল আসামী খালাস অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন ও রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোন দায়িত্ব নেই – আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বরিশালে হেলথ কার্ড বিতরণ বরিশালে ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন বরিশালে নির্বাচন ট্রাইব্যুনালে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মামলা দায়ের ঝালকাঠিতে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৯ শিক্ষককে অব্যাহতি আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষন; থানায় মামলা দায়ের উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে – পরিবেশ উপদেষ্টা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

হাবিপ্রবিতে বিদ্যুৎ ও জ্বালানির প্রায়োগিক গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর সহায়তায় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে ” Prospects and Challenges of Implementing Green Energy Technologies in the Northern Area of Bangladesh ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর মাননীয় চেয়ারম্যান(সচিব) জনাব সত্যজিৎ কর্মকার এবং সভাপতিত্ব করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিঁধান চন্দ্র হালদার, সিএসই অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মাহাবুব হোসেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইইই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ জামিল সুলতান। টেকনিক্যাল সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শামসুল আলম, টেকনিক্যাল সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্রেডা, বিদ্যুৎ বিভাগের সহকারি পরিচালক মোঃ রাশেদুল আলম, ইইই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ জামিল সুলতান ও রুয়েট এর ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, রেজিস্ট্রার, হল সুপার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, বিভিন্ন শাখার পরিচালক, এডিসি ( আইসিটি ও শিক্ষা) দিনাজপুর, নেসকো ও পল্লী বিদ্যুৎ অফিস এর কর্মকর্তাবৃন্দ, অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দসহ ইইই বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইইই বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রহমান।
সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর মাননীয় চেয়ারম্যান (সচিব) সত্যজিৎ কর্মকার বলেন বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সে প্রযুক্তি ছড়িয়ে দিয়ে দেশের অর্থনীতির এই বেগবান ও কর্মচাঞ্চল্যর ধারাকে ধরে রাখতে ২০১৫ সালে বিইপিআরসি এর যাত্রা শুরু হয়।
তিনি বলেন দেশে একসময় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, আর বর্তমানে উৎপাদন ক্ষমতা ২৩ হাজার মেগাওয়াট এর বেশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে।
আমরা আরও অনেক গুলো প্রকল্প হাতে নিয়েছি। তিনি বলেন আমরা গবেষণা ও ইনোভেশনের কথা বলি। এ জন্য বুয়েটসহ কয়েকটি জায়গায় আমরা উন্নতমানের ল্যাব তৈরি করে দিয়েছি। সামনে গবেষণার জন্য হাবিপ্রবিতেও বিইপিআরসি একটি ল্যাব তৈরি করবে।
সভাপতির বক্তব্যে হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজকের সেমিনারে বিইপিআরসি এর সম্মানিত চেয়ারম্যান (সচিব) মহোদয়ের উপস্থিতি গবেষণা ক্ষেত্রে আমাদের আরও উৎসাহিত করবে। তিনি বলেন ১৯৮০ সালে আমাদের দেশে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ০.০১৬ শতাংশ , সেখানে এখন দেশে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৫ শতাংশ।
এই ক্ষেত্রে বর্তমান সরকারের অবদান অত্যন্ত গুরুপ্তপূর্ণ, এটি অস্বীকার করার কোন উপায় নেই।
তিনি বলেন সচিব মহোদয় হাবিপ্রবিতে ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন এ জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com