পটুয়াখালীতে পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় পৌর শহরের বনানী এলাকার দলীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করে নেতাকর্মীরা।
এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায় এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। তবে এঘটনায় কেউ আহত হয়নি।
পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছিলাম আমরা। এসময় পুলিশ এসে আমাদের সমাবেশে ছত্রভঙ্গ করে দিয়েছে”। পটুয়াখালী জেলার অন্যান্য উপজেলায় শান্তিপূর্নভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন যুবদলের উক্ত নেতা।
পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “বর্তমানে অনেক শিক্ষার্থীদের পরিক্ষা চলছে। এসময় বিএনপির লোকজন রাস্তা বন্ধ করে সমাবেশ করার চেষ্টা করেছিলো। পরিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরিক্ষার হলে যেতে পারে তাই তাদেরকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দেয়া হয়েছে”।