শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ৫৩ বছর ধরে দুঃশাসন চলছে-জোনায়েদ সাকি বঙ্গোপসাগরের ভারতীয় পতাকা বাহি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে আটক দশমাইল-কলেজ মোর রুটে গাড়ির সর্বনিম্ন গতি চায় হাবিপ্রবির শিক্ষার্থীরা বরিশালে ভুয়া সাংবাদিক আটক বরিশালে কোটি টাকার কারেন্ট জাল জব্দ সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করলেন পুলিশ কমিশনারের ছাত্র আন্দোলনে ময়মনসিংহের শহীদ শাহরিয়ার পেল জিপিএ-৪.৮৩ শ্রীমঙ্গলে সংরক্ষিত বন থেকে অজ্ঞাতার নারী’ চা বাগান থেকে রক্তাক্ত পুরুষের লাশ উদ্ধার পৃথিবীকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশে টোপ-চার নকল করতে ভয়ংকর যশোরের মিঠু

আটঘরিয়ার বিভিন্ন হাটে জমজমাট আখ বিক্রি

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩২ বার

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার প্রায় সবগুলো হাটেই আখ বিকিকিনির ধুম পড়েছে।

আটঘরিয়ার খিদিরপুর,চাদভা,শিবপুর,গোরুরী,দেবোত্তর, একদন্ত, কাজিরহাট,শরৎগঞ্জ,আটঘরিয়া হাটে আখ বিক্রির পরিমাণ সবচেয়ে বেশি। এসব হাটে পাবনার বিভিন্ন জায়গা থেকে আখ আসে।

আটঘরিয়ার একদন্ত হাটে গিয়ে প্রায় ২৬ জনকে আখ বিক্রি করতে দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে আখ আসতে ও কিনতে দেখা যায় এখানে।ক্রেতা বিক্রেতার ভীর সবসময় লেগেই থাকে।

পাবনার ফরিদপুরের সোনাহারা থেকে একদন্ত বাজারে আখ বিক্রি করতে এসেছেন মুন্নাফ। তিনি বলেন, তিন বিঘা জমির উপর আখ চাষ করেছিলাম। সেগুলোই এখন বিভিন্ন জায়গায় বিক্রি করছি।

নাজমুস সাকিব নামের এক ক্রেতা আখ কিনতে এসে অভিযোগ করেন, আখের দাম তুলনামূলক ভাবে অনেক বেশি। তাই কিনতে এসে ফিরে যেতে হচ্ছে।

প্রথম দিকে আখের দাম কম থাকলেও বর্তমানে তা ১৫ টাকা থেকে ২৫ টাকায় বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে একজন আখ বিক্রেতা বলেন, ‘আখ চাষ, পরিবহণ,শ্রমিকদের মজুরি খরচ এমনিতেই অনেক।তারপর আবার ১০০ টাকা করে হাটের খাজনা দিতে হচ্ছে। দিনশেষে নিজেদেরও কিছু না থাকলে পরিবারসহ না খেয়ে থাকতে হবে।তাই দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে।’

একটি হাটে সব মিলিয়ে প্রায় ১২০০-১৫০০ টি আখ দণ্ড বিক্রি হয়। যার প্রতিটির মূল্য ২০-২৫ টাকা। এসব আখ বিক্রি করে দিন ১৫০০-১৮০০ টাকা আয় হচ্ছে আখ বিক্রেতার।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com