

বরিশালে গলায় ফাঁস অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে কাউনিয়া থানা পুলিশ। রাতে নগরীর কাউনিয়া ক্লাব রোডের ভাড়া বাসা থেকে সোনালী ইসলাম নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী রনি হাওলাদারকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। একই সাথে সোনালীর মৃত্যুর বিষয়ে স্বামীর প্ররোচনা থাকার অভিযোগ এনে নিহতের মা বাদী হয়ে রনির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত মোঃ ইসমাইল হোসেন।