

নৌবাহিনীর নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমের ধারাবাহিকতায় শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলা-র উপকূলীয় জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খালে পাহারা দেয়।
এ সময় ঔ এলাকার একটি ব্রিক ফিল্ডের ঘাটে অবৈধভাবে কয়লা আনতে ব্যবহৃত তিনটি ট্রলার আটক করেছে নৌবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে আভিযানিক দল দ্রুত ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কয়লা বোঝাই তিনটি ট্রলার আটক করা হয়।ট্রলারগুলো হতে আনুমানিক ১৬০ টন চোরাই কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার আনুমানিক মূল্য ১৬ লক্ষ।
উক্ত কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের নিকট রোববার হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানায়, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাতিয়া থানার ভারপ্রাপ্তকর্মকর্তা আলিমুজ্জামান রোববার দুপুরে জানান,নৌবাহিনী কয়লার ট্রলার আটক করে থানায় হস্তান্তর করছে।কিন্ত ব্রিক ফিল্ডারে জন্য বা অপরাধী কারো নাম জানায়নি।আমরা এখন পর্যন্ত এর বেশী জানি না।