

বরিশালের ঐতিহ্যবাহী ডিসির লেক পুকুর সংরক্ষণ ও পরিবেশ-প্রতিবেশ রক্ষার দাবিতে আজ রবিবার (৫ অক্টোবর) বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিভাগীয় কমিশনার, বিএমপি পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক বরাবর পৃথক চারটি স্মারকলিপি প্রদান করেছেন সাংবাদিক ও পরিবেশকর্মী মুহম্মদ ইমন খন্দকার হৃদয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী জলাধারটি অব্যবস্থাপনা, অসংগতি ও দূষণের কবলে পড়ে তার অস্তিত্ব সংকটে পড়েছে।
যার কারণে বরিশালের সচেতন নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা পুকুরটি সংরক্ষণে জোড়ালো দাবী জানিয়ে আসছে।
যেখানে থাকবে জীববৈচিত্র্যের সুরক্ষা, সাধারণ মানুষের অবসর বিনোদনের সুযোগ এবং শহরের জলাবদ্ধতা নিরসনের প্রাকৃতিক সহায়ক ভূমিকা।
বরিশালের সচেতন নাগরিক ও ছাত্র সমাজের পক্ষ থেকে য়স্মারকলিপিতে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
দাবিগুলো হলো- ১. ডিসি লেকের পাড় বাধাই করে দৃশ্যমান ও সৌন্দর্যমণ্ডিতভাবে সংরক্ষণ করতে হবে। ২. পাশের খাল বা নদীর সঙ্গে জোয়ার-ভাটার মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। ৩. উঁচু দেয়াল নয়, ফ্যান্সিং পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে যাতে প্রাকৃতিক সৌন্দর্য অটুট থাকে। ৪. লেকের তিনদিকে কৃষ্ণচূড়া গাছ রোপণ করে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। ৫. চারপাশে ওয়াকওয়ে, নোটিশ বোর্ড ও ডাস্টবিন স্থাপন করতে হবে। ৬. অশ্লীলতা, বেহায়াপনা ও মাদকাসক্ত আড্ডা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ৭. লেক এলাকায় সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে হবে। ৮. নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য নাগরিক কমিটি গঠন করতে হবে। ৯. পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর কর্মসূচি নিতে হবে।
১০. নগরীর অন্যান্য স্থান—ত্রিশগোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, তালতলী ভাঙ্গার পাড়, দুর্গাসাগর পাড়, লঞ্চঘাট ও পরেশ সাগর মাঠে চলমান মাদক ও অশ্লীল কর্মকাণ্ডের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে স্মারকলিপি প্রদানকারী মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বলেন,” বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত সবকয়টি পুকুর সংরক্ষণ থাকলেও ডিসির লেক পুকুরটি সংরক্ষিত নেই।
সংরক্ষণ করার জন্য সচেতন নাগরিক ও পরিবেশকর্মীরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে। সম্প্রতি কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও একটি মহল বিরোধিতা করছে।
তারা কোন পরিবেশবাদীদের মতামত ছাড়া যে দাবি তুলছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
” মাদক ও অশ্লীলতা বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন,” এই লেকের পাড়ে দীর্ঘদিন ধরে মাদক ও অশ্লীলতা চলছে। যার কারণে পথচারীরা রীতিমত বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
শুধু এখানেই নয় বরিশালের নানা স্থানে একই কাজ চলছে।
এগুলো বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। নাহলে খুব শিগ্রিই এই জনপদের মানুষ কঠোর আন্দোলন গড়ে তুলবে। ”
স্মারকলিপি প্রদানকালে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও সুধিজনরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি বরিশাল জেলা প্রশাসন ডিসির লেক সংরক্ষণে কিছু প্রাথমিক পদক্ষেপ নিয়েছে তবে বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মহল দাবি করছে, বরিশালের জেলাপ্রশাসক মুক্ত জলাশয়টিকে দেয়াল নির্মাণের মাধ্যমে জলাশয়টিকে খাঁচাবন্দি করছেন।
এতে করে লেকের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য বিলীন হয়ে যাবে।