

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশ নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে।
এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই।
তিনি আরও বলেছেন-পরিবর্তনের জন্য
দেশবাসী যা চিন্তা করেছে ডাকসুতে তার একটা প্রতিফলন ঘটেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বরিশাল নগরীর একটি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, শুধুমাত্র বক্তব্য নয়, সাদিক কায়েমরা ছাত্রদের জন্য বহুমুখী কর্মসূচী গ্রহন করেছে। তারই একটা প্রতিফলন ভোটের মাধ্যমে আসছে। ভবিষ্যতেও যেন এমন কল্যানকামী ভূমিকা ছাত্ররা রাখে আর তার মধ্যদিয়ে যেন ছাত্র সমাজের পরিবর্তন আসে। সেই ধারায় যেন রাজনীতি পরিবর্তনের ধারা সুচিত হয় সেই আশা রাখছি।
জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্থরের নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।