জনগনের কাছে যাদের জবাবদিহীতা আছে তারা না থাকার কারণে দেশি বিনিয়োগ পর্যন্ত হচ্ছেনা। দেশের বড় বড় কোম্পনীগুলো বিনিয়োগতো করছেইনা বরং বিদেশিরাও আসছেনা। কারণ অন্তবর্তি সরকারের কালতো সাধারণ মানুষের জবাব দিহীতার উর্দ্ধে।
এখন দরকার নির্বাচিত জনপ্রতিনিধি। তাদের কাছে সাধারণ মানুষ জবাব চাইতে পারে তারাও দিতে বাধ্য। তাই সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন দরকার বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মোয়ায্যেম হোসেন আলাল।
আজ সকালে বরিশাল প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিশেষ করে ব্যাংকখাত গুলো যে ভাবে ধ্বংস হয়েগেছে সেগুলোকে পূণঃবাসন করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজন আছে বলে তিনি বলেন।
একই সাথে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি আরো বলেন, একটি মামলায় তারেক রহমান আটকা রয়েছে সেটির সুরাহা হলে তার নামে আর কোন মামলা থাকবেনা। তিনি দেশে ফিরবেন এবং দেশ সংস্কারে জোড়ালো পদক্ষেপ রাখবেন।
ইতিমধ্যে দলের যারা দেশে অরজগতা করে তাদেও অনেককেই বহিস্কার করা সহ আজীবন দল থেকে বাদ দেয়া হয়েছে। এমনকি দলের স্থায়ী কমিটির সদস্যরাও কারণ দর্শানোর নোটিশ পায়। সুতারং বিএনপির কেন্দ্রীয় কার্যকালাপ দেখে জনগনের উচিৎ দেশ পরিচালনার দায়িত্ব দেয়া।