বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

নোবিপ্রবি সাংবাদিক সমিতি থেকে ছয় সদস্যের পদত্যাগ

নোবিপ্রবি প্রতিনিধি : মোঃ নওফেল আলম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির ছয়জন সদস্য পদত্যাগ করেছেন।
সোমবার (৩০ জুলাই) দুপুরে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি থেকে সরে দাঁড়ান তারা।
অনিয়ম, বৈষম্য, পাতানো নির্বাচন, স্বচ্ছতা ও জবাবদিহীতার অভাব ও পক্ষপাতমূলক আচরণ এর কারণে পদত্যাগ করছেন বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেন তারা। পদত্যাগকারী সদস্যদের মধ্যে একজন কার্যনির্বাহী সদস্য ও বাকি পাঁচজন সাধারণ সদস্য।
পদত্যাগকারী সদস্যরা হলেন ফজলে এলাহী ফুয়াদ,মো: হোসাইন,মো: আতিকুর রহমান,মহসীন আবেদিন,আব্দুল আহাদ,আফনান সুলতানা জয়া।
পদত্যাগের সত্যতা নিশ্চিত করে ফজলে এলাহি ফুয়াদ জানান দীর্ঘদিন সাংবাদিক সমিতিতে নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করেছি,কিন্তু বর্তমান পরিস্থিতিতে সমিতির পক্ষপাতমূলক আচরণ,বৈষম্য, পাতানো নির্বাচন, জুলাই গনঅভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হেয় প্রতিপন্ন করা সহ নানা অনিয়মের প্রেক্ষিতে আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com