চড়ুইভাতির ইতিহাস গ্রামীণ জীবনের একটি অংশ ছিল, যেখানে রান্না-বান্না আর খাওয়া-দাওয়া নিয়ে মা-চাচিদের মধ্যে গরু বা মুরগি রান্না হবে, এ নিয়ে হত দ্বন্দ্ব। কিন্তু আধুনিকতার সাথে সাথে আজ এই ঐতিহ্য প্রায় বিলুপ্ত। পিকনিক ও শিক্ষা সফরের প্রভাবে গ্রামীণ পরিবেশের সেই চড়ুইভাতি আর দেখা যায় না।
তাই ছোট বেলার সেই চড়ুইভাতির আসল নামকরণ ও বিশেষত্বটা তুলে ধরতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির শিক্ষার্থীরা চড়ুইভাতির আয়োজন করে।
শনিবার (১৫ ফেব্রুয়ারী ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুবরা গ্রামে জাঁকজমক ভাবে আয়োজন হয় । আয়োজন করা হয় গ্রাম বাংলার বিভিন্ন রকমের খেলা। এই সকল কারুকার্যে ফুটেওঠে আধুনিকতা বিহীন শান্ত, নির্মল, সৌন্দর্য মন্ডিত ও সুশৃঙ্খল গ্রামের খণ্ডাংশ।
চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো শাহাদত হোসেন লিখন। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হাফিজুর রহমান অর্ক চড়ুইভাতি নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, চড়ুইভাতি আমাদের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের মধ্যে সম্পর্ক এবং ঐক্য গড়ে তোলে।
এসব অনুষ্ঠানে একদিকে যেমন সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়, তেমনি বন্ধুত্বপূর্ণ পরিবেশে খেলা এবং বিনোদনের মাধ্যমে চিত্তবিনোদনও নিশ্চিত হয়। আমরা আশা করি, ভবিষ্যতেও এই ধরনের প্রোগ্রামগুলো ধারাবাহিকভাবে আয়োজন করতে পারব ইনশাআল্লাহ।
এ জাতীয় আরো খবর..