হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেছেন,”বিতর্ক একজন মানুষকে পরিপূর্ণভাবে বিকশিত করে, এটি এমন একটি বিষয় যার ট্রেনিং আজীবন তোমাদের কাজে আসবে।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে তোমরা যখন চাকুরীক্ষেত্রে যাবে, সেই সময়ও এটা তোমাদের কাজে আসবে। পাশাপাশি বিতর্ক একজন মানুষকে বলিষ্ঠভাবে যুক্তি উপস্থাপন করতে শেখায়”।
হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রথমবারের মতো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ইন্টার ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ—২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম—১ এ উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সকল শহীদগণের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য, ইন্টার ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ—২০২৫ এ দেশের সরকারি বেসরকারি ৩২ টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।
এ জাতীয় আরো খবর..