মঙ্গলবার (৩ ডিসেম্বর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “Solidworks: basic to advance” শীর্ষক দশদিনব্যাপী কর্মশালার তৃতীয়দিনের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের IEEE HSTU Student Branch কর্তৃক আয়োজিত এ কর্মশালার তৃতীয় দিনের কর্মশালায় সফটওয়্যার ট্যুলসের ব্যবহার ও স্কেচ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
আই.ই.ই.ই. হাবিপ্রবি শাখার চেয়ার মো. মাহবুব হাসান জানান, “মেকানিকাল ডিজাইনের জন্য বহুল ব্যাবহৃত জনপ্রিয় সফটওয়্যার SOLIDWORKS। চলমান কর্মশালাটি শিক্ষার্থীদের মেকানিক্যাল ডিডাইনের উপর ব্যাপক প্রশিক্ষণ প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে, যা তাদের একাডেমিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনে সহায়ক হবে। একইসাথে হাতে-কলমে অভিজ্ঞতা সবার মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা জাগিয়ে তুলবে এবং তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করবে।”
কর্মশালা বিষয়ে আই.ই.ই.ই. হাবিপ্রবি শাখার সেক্রেটারি প্রীতম মজুমদার বলেন, শিক্ষার্থীবান্ধব প্রোগ্রামের আয়োজন করার উদ্দেশ্যে আমাদের এ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনটি সুন্দর ভাবে শুরু হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীদের ৪৩ জন এতে অংশ নিচ্ছে। আশা করি এটি ফলপ্রসূ হবে এবং পরবর্তীতে এ ধরণের কর্মশালা নিয়মিত আয়োজন করার চেষ্টা করবো।
দশদিনব্যাপী এ কর্মশালায় ইনস্ট্রাক্টর হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মো. শাহরিয়ার রহমান। কর্মশালার চতুর্থ দিন স্কেচ, পঞ্চম ও ষষ্ঠ দিন ফিচার, সপ্তম দিনে এসেম্বলি, অষ্টম দিনে ড্রয়িং, নবম দিনে রেন্ডারিং, দশমদিনে থ্রি ডি প্রিন্টিং এবং শেষদিনে সলিড ওয়ার্ক কনটেস্ট অনুষ্ঠিত হবে।
কর্মশালায় ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও আই.ই.ই.ই. হাবিপ্রবি শাখার কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, ‘প্রকৌশল শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপ্লিকেশন। বিশেষত, মেকানিকাল বিভাগের শিক্ষার্থীদের জন্য অবশ্যই শিক্ষনীয় একটা সফটওয়্যার। আমাদের IEEE HSTU SB কর্তৃক আয়োজিত সলিড ওয়ার্কের ওয়ার্কশপ ছাত্র-ছত্রীদের এ ব্যপারে শিখতে আরো সহায়তা করবে এবং তাদের গুনগত মান আরো উন্নত করবে।
ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও আই.ই.ই.ই’র উপদেষ্টা মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আইইইই সবসময়ই প্রকৌশল শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা বিষয়টি সম্পর্কে পারদর্শী হয়ে উঠবে। আই.ই.ই.ই. ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সহায়তা করবে এই আশাবাদ ব্যক্ত করছি।
উল্লেখ্য, সবার জন্য উন্মুক্ত এ কর্মশালা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। কর্মশালা শেষে ইভেন্টে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে থেকে একটি প্রতিযোগিতার মাধ্যমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীকে পুরষ্কার প্রদান করা হবে।