চাকুরী জাতীয়করণের ১ দফা দাবিতে বরিশাল বিভাগের বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) একাংশের বরিশাল মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বাকশিস বরিশাল জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মো. রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ্য মো. সেলিম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম কিন্তু দুই ধরণের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পেলেও আমরা পাই ১ হাজার টাকা। বাংলাদেশে কোথায় বাড়িভাড়া ১ হাজার টাকা আছে সেটা সরকারের কাছে জানতে চাই।
এসময় তিনি আরো বলেন, আমাদের দাবি একটাই সেটা হলো জাতীয়করণ। সরকারি শিক্ষকরা চিকিৎসা ভাতা ১৫০০ টাকা পেলেও আমাদেরকে দেয়া হয় ৫০০ টাকা।
উৎসব ভাতা, বাড়িভাড়াসহ প্রতিটি জায়গায় সরকারি আর বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য আছে। এসময় নিজদের নানা দুর্দশা ও বৈষম্যের চিত্র তুলে ধরে দ্রুত সময়ে তাদের দাবি পূরণের আল্টিমেটাম দেন সমাবেশ থেকে। সম্মেলনে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বাকশিস বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আরিফুর রহমান তুহিন, সহ প্রমুখ। ত্রি-বার্ষিক সম্মেলন শেষে একটি মিছিল বের করা হয় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অশ্বিনী কুমার হলে এসে শে হয়।