২৪ ঘণ্টায় পাবনায় করোনা আক্রান্ত ২৪১ জন, এক সপ্তাহে ১১০৫ জন
মুরাদ হোসেন, পাবনা
আপডেট টাইম :
সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
২২৯
বার
পাবনায় ২৪ ঘন্টায় (৩১ জানুয়ারি- সোমবার) আরো ২৪১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩২.১৩%। এ নিয়ে গত৭ দিনে আক্রান্ত হলো ১১০৫ জন। সনাক্তের হার ৩৩.১০%
এর আগে গত শুক্রবার(২৮ জানুয়ারি) ৪৭৯টি নমুনা পরীক্ষায় ২০৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছিলো। সনাক্তের হার ছিল ৪৪.০৭%।