নরসিংদীতে সিএনজি পাম্পগুলোতে অবৈধ গ্যাস বন্ধ ও ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকায় অবরোধ করে রেখেছে যানবাহনের শ্রমিক ও মানিকরা।
এতে ঢাকা-সিলেট সকল প্রকারের যানচলাচল বন্ধ হওয়ায় প্রচন্ড জ্যামজট লেগে রয়েছে। দুপুর ১২ থেকে শুরু হওয়া প্রায় ৩ ঘন্টা ব্যাপী এ অবরোধ চলছে।
সেনাবাহিনীর ও জেলা প্রশাসকের আশ্বাসে বেলা ৩ ঘটিকার সময় অবরো তুলে নেয় শ্রমিক মালিকরা । এসময় প্রায় ৮ কিলোমিটার রাস্তা জ্যামজোট খুললে রাস্তা চলাচল স্বাভাবিক হয়।