হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কেমিক্যাল সোসাইটি হাবিপ্রবি কর্তৃক আয়োজিত কেমিস্ট্রি প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হয়েছে এমএস ওয়ারিয়র্স ।
মঙ্গলবার (৮ অক্টোবর ) তাজউদ্দীন আহমেদ হল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাইশ ব্যাচকে দুই – এক গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমএস ওয়ারিয়র্স।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা।
প্রধান অতিথি হিসাবে অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মান উন্নয়নে বেশি কার্যকরী ভূমিকা রাখে এবং শিক্ষাকে ত্বরান্বিত করে। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীরিক চর্চা করা প্রয়োজন। উভয় দলের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায় বলেন, রসায়ন বিভাগ পড়ালেখার পাশাপাশি খেলাধুলার দিক দিয়েও অনেক এগিয়ে । খেলাধুলা মনে আনন্দে যোগায় সাথে সাথে পড়ালেখার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । এই ধারা অব্যাহত থাকুক।
খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য। এসময় বিভাগীয় শিক্ষক মো. নাজিম উদ্দীন, মো. আতিকুল ইসলাম, রেজাউল করিম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..