হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ হল সংলগ্ন মাঠে উক্ত ক্যাম্পিং এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, হাবিপ্রবির প্লাটুন কম্যান্ডার ও পিইউও (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মেজর মোঃ মনজুরুল হাসানসহ অন্যান্যরা।
এবারের ব্যাটালিয়ন ক্যাম্পিং এ ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র ডিভিশন পুরুষ ১৫৭ জন, মহিলা ৯৫ জন, জুনিয়র ডিভিশন ৪৮ জনসহ মোট ৩০০ জন ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশগ্রহণ করেন।
আগামী ০৫ নভেম্বর পর্যন্ত ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০২৪ অনুষ্ঠিত হবে।
এ জাতীয় আরো খবর..