করোনার মহামারীতে অক্সিজেনের অভাবে যাতে কোন রোগি মারা না যান সেজন্য ’বঙ্গবন্ধু অক্সিজেন এন্ড ফুড হেল্প’ নামে সেবা কার্যক্রম চালু হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে এই সেবা চালু করা হয়।
হবিগঞ্জ সদর উপজেলার শ্বাসকষ্টজনিত যে কোন রোগিকে বিনা মূল্যে অক্সিজেনের ও গরীব লোকজনকে খাদ্য সরবরাহ করা হবে। সোমবার বিকেলে হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক ইসরাত জাহান এই কার্যক্রমের আনুষ্টানিক উদ্বোধন করেন।
উদ্যোক্তা মোতাচ্ছিরুল ইসলাম জানান, তার পরিবার ও বন্ধুবান্ধবদের আর্থিক সহযোগিতায় ইতোমধ্যে ১০টি অক্সিজেন সিলিন্ডার কেনা হয়েছে। এর মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলায় এই সেবাদান পরিচালনা করা হবে। চাহিদা অনুযায়ী সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে। তিনি অক্সিজেন সেবা নেয়ার জন্য ০১৭২৮৫৪৯৮৭৯, ০১৭৩২৮০৮৯০৯, ০১৭১২৩২০২১৪ মোবাইলে অথবা সরাসরি তার বাসভবনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
একই দিন রোটারী ক্লাব অব হবিগঞ্জ পুর্নব্যবহারযোগ্য মাস্ক বিতরনের উদ্বোধন করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। রোটারী ক্লাব করোনার সংক্রমন প্রতিরোধে মাস ব্যাপী কর্মসূচী গ্রহন করেছে।
উল্লেখ্য যে, হবিগঞ্জে করোনা আক্রন্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।সরকারি হিসেবে গত শনিবার হবিগঞ্জ হাসপাতালে ৩ জনসহ এ পর্যন্ত জেলায় মোট ৩৩জনের মৃত্যু হয়েছে। এদিকে রোগির সংখ্যা বেড়ে যাওযায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে।