হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের প্রানহানি হয়েছে। তারা হলেন বানিয়াচঙ্গ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের রিপন বৈষ্ণব (২৮) ও বাবুল বৈষ্ণব (৪০)। শুক্রবার সকাল ৬টায় এ ঘটনাটি ঘটে।
বানিয়াচঙ্গ থানা সূত্রে জানা যায়, ওইদিন ভোরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন ও কবীরপুর গ্্রামের নিশিকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল করচা হাওড়ে মাছ ধরতে যায়। সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ওই দুই জেলে ঘটনাস্থলে মারা যান।
পরে অন্যান্য জেলেদের মাধ্যমে নিহতেদের বাড়িতে খবর দেয়া হলে তাদের স্বজনরা ছুটে আসেন। ওসি এমরান হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীও বজ্রপাতে প্রানহানি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।