

বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) মহানগরীর এয়ারপোর্ট থানায় ৪০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত লিটুর বোন আহত মুন্নি সিকদার।
মামলা দায়েরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার।
এরে আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধায় বরিশাল নগরীর কাশিপুরের বিল্লবাড়ি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
প্রতিপক্ষসহ স্থানীয়রা হামলা চালিয়ে লিটুকে কুপিয়ে হত্যা এবং নিহতের ছোট ভাই, বোন ও মাকে কুপিয়ে গুরুতর আহত করে।
পাশাপাশি নিহতের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি রয়েছেন নিহতের মা হালিমা বেগম (৬০), ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি বেগম (৩৮)।
পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করার পাশাপাশি ঘটনাস্থলে থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
ওসি বলেন, আটককৃতদের মধ্যে হত্যাকান্ডে জড়িতদের চিন্থিত করবেন মামলার বাদী। সে অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, ওই এলাকার নজির সিকদারের মেয়ে মুন্নি সিকদারের সাথে একই গ্রামের জাকির হোসেন গাজীর বিয়ে হয়।
শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আহত মুন্নি সিকদার জানান, তার স্বামী জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করেন। এনিয়ে তাদের পারিবারিক বিরোধ হয়। সম্প্রতি তিনি ও তার স্বামী পাল্টাপাল্টি মামলা করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, এরপূর্বে লিটু ও তার লোকজনে জাকির সিকদারকে আটক করে মারধরসহ বিদ্যুত শক দেয়। এনিয়ে গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
যা পরবর্তীতে জাকিরের পক্ষের লোকজন হামলা চালিয়ে মুন্নি সিকদারের ভাই লিটু সিকদারের বাড়িঘর ভাঙচুরসহ চারজনকে কুপিয়ে জখম করে। এরমধ্যে লিটু নিহত হলেও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।