সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসাযকে আটক করা হয়েছে । গত বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া শিকায় সুনিদিৃষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা গামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ২৪ কেজি গাজা সহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকৃতরা রংপুরের কোতয়ালী থানার মৃত আব্দুস সোবহানের ছেলে রোকন মিয়া (২৩) এবং দিনাজপুরের ফুলবাড়ি থানার কুরুশা ফেরুশা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে আব্দুল মান্নান (৫১)। অভিযান চলাকালে মাদক পরিবহনকৃত একটি ট্রাক জব্ধ করা হয়।
এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য থাকা ১ লাখ ৬৮ হাজার টাকা,২ টি মোবাইল সহ ব্যবহৃত ট্রাক ঢাকা মেট্রো-ড-১১-৬৫৪৬ জব্দ করা হয়। পরে আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৯(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।