সিরাজগঞ্জের সলঙ্গায় ২০০ গ্রাম হিরোইন সহ ২ জন র্শীষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
মঙ্গলবার (২৭ ই জুলাই) বিকাল ৪ টায় সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোডস্থ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২, সদর দপ্তর এর সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে র্যাবের একটি চৌকষ আভিযানিক দল ২০০(দুইশত) গ্রাম হেরোইনসহ ২ জন র্শীষ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটকৃতরা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে আইভি খাতুন ময়না(৩১) ও বোয়ালিয়া থানার শেকেরচক গ্রামের মৃত হারুন অর রশিদের মেয়ে সোমা খাতুন(৩০)।
এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন এবং নগদ নগদ দুই হাজার একশত বায়ান্ন টাকা জব্দ করা হয়।
বুধবার (২৮ ই জুলাই) র্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে আটকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ এর(১) সারণীর ৮(গ)/৪১ ধারার মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
এ জাতীয় আরো খবর..