সিরাজগঞ্জের সলঙ্গায় ১০ গ্রাম হিরোইন ও ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের মোজাহার আলী ছেলে কাশেম আলী(৪৫), জয়নালের ছেলে আতিকুল ইসলাম (৩২) ও বাসুদেবকোল ক্ষিনপাড়া গ্রামের মৃত রহিল উদ্দিনের ছেলে আঃ করিম (৩৫)। উল্লেখিতরে নিকট থেকে ৪ কেজি গাঁজা ও ১০ গ্রাম হিরোইন উদ্ধার হয়।
এবিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশেম আলী (৪৫) এর নিকট থেকে ৪ কেজি ও আতিকুল ইসলাম (৩২)ও আঃ করিম (৩৫) ৫ গ্রাম করে মোট ১০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
পরে আটকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দ্বায়ের ও বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।