সাটুরিয়া উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত মুক্তির উৎসব ও সূবর্ন জয়ন্তী মেলা ২০২২ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের স্টলে ভিপি সম্পত্তি নবায়নপূর্বক ডিসিআর সরবরাহের কাজ চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২১ মার্চ) দুপুরে মেলা চলাকালীন সময়ে ভিপি লীজিদের মাঝে নবায়নপূর্বক ডিসিআর প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আরা এবং সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির সহ অন্যন্যা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা উপস্থিত থেকে লোকজনদের ভিপি নবায়নসহ ভূমির অন্যান্য সরকারি পাওনা সময়মতো পরিশোধ করার জন্য আহ্বান করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির বলেন, এ মেলা ২৩ মার্চ ২০২২ পর্যন্ত চলমান থাকবে এবং মেলা চলাকালীন সময়ে সেবা প্রার্থীরা ভিপি এবং চান্দিনা ভিটি নবায়নসহ ভূমির সকল সেবা এ মেলা থেকে সহজেই গ্রহণ করতে পারবেন।