মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পর্যায়ের ১২-১৮ বছর বয়সের সকল শিক্ষার্থীকে কোভিট-১৯ টিকাদান কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের র্যাল্লা আব্দুর জব্বার পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র এই কর্মসুচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবের দ্বিতীয় তলায় টিকা কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা।
এ তথ্য নিশ্চিত করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বলেন, উপজেলা পর্যায়ের ১২-১৮ বছর বয়সের সকল শিক্ষার্থীকে কোভিট-১৯ টিকা দেওয়া হবে।
এই কার্যক্রম ১২ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
উপজেলায় মোট ১২ হাজার ৮ শত ৭০ ডোজ ফাইজার টিকা দেয়া হবে।
উদ্বোধনীর ১ম দিনে ২ হাজার ৩ শত ডোজ টিকা দেয়া হবে বলে জানান তিনি।