মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ প্রদর্শনী – ২০২২ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফ্রেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলা প্রাণী সম্পদ চত্বর মাঠে এই সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
জেলা ট্রেনিং অফিসার ডা. মোঃ হাবিবুল ইসালামে সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এ এফ এস তৈয়াবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মেহেদি হাসান, বালিয়াটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সোহেল রানা খান, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা খান, সাংবাদিক এম নজরুল ইসলাম, কাউছার আহমেদ ও মোঃ হৃদয় মাহমুদ রানা প্রমুখ।