শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

সাংবাদিক আরেফিন তুষারের ইন্তেকাল

জাহিদ জুয়েল, বরিশাল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার

দৈনিক কালবেলার পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষার (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

‎‎অফিস চলাকালে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল  সাড়ে নয়টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বরিশাল প্রেস ক্লাবের সম্মুখে নিয়ে আসা হয়। এরপর সকাল দশটায় বরিশাল সদর রোডের টাউন হলের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

‎‎আরেফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক লিটন বাশারের খালাতো ভাই ছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাব থেকে বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।

আরিফিন তুষার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটের আন্ধারমানিক ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আরিফিন বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে বরিশাল সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে শেবাচিম হাসপাতালে জড়ো হতে থাকেন সহকর্মীরা। অনেকে কান্নায় ভেঙে পড়েন।

আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com