বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হুদা কমিশনের যে পরিনতি এদেশে ঘটেছে তা যেন ভুল না যায় বর্তমান কমিশন-বরিশালে এনসিপি এমনতো জীবন হয়- দূর দেশের কাহিনী বরিশালের চরমোনাইতে এনসিপির নাহিদসহ প্রতিনিধিদল নোয়াখালীতে শিক্ষার্থীদের ১২ ঘণ্টার আল্টিমেটাম, চৌরাস্তায় ব্লকেড আগামী কাল বরিশালে আসছেন এনসিপি’র নেতারা বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবীতে মহাসড়ক অবরোধ দৈনিক ডেসটিনি পত্রিকার বরিশালের ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেলেন আরিফুল ইসলাম বরিশালে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সংবাদ সম্মেলনে বক্তারা ১৮ জুলাই বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

সংবাদ সম্মেলনে বক্তারা ১৮ জুলাই বরিশালে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯ বার

বরিশালে আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’।

অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাইয়ে লক্ষ্য নিয়ে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজে এই অলিম্পিয়াডের আয়োজন করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

স্থানীয়ভাবে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব ও রিপোর্ট একাত্তর ডটকম এই আয়োজনের সাথে থাকবে।

শনিবার দুপুরে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা জানান বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান।

তিনি আরো জানান, বাছাই করা প্রথম পাঁচজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সেপ্টেম্বরে রাশিয়াতে অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে।

এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর। ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এবারের এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বরিশালসহ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্পে লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যারা অংশ নেবে ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়াতে হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে। এছাড়া ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

সংবাদ সম্মেলনে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড আঞ্চলিক পর্বের সমন্বয়ক সাঈদ পান্থ এবং বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারন সম্পাদক এলর্বাট রিপন বল্লভ জানান, জুনিয়র গ্রুপে ১৪ থেকে ১৫ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থী, যাদের জন্ম ২০১০-২০১১ সালের মধ্যে।

সিনিয়র গ্রুপে ১৬ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যয়ের শিক্ষার্থী, যাদের জন্ম ২০০৭-২০০৯ সালের মধ্যে। প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা ১১-২১ জুলাই অনুষ্ঠিত হবে। নিবন্ধন ফি রাখা হয়েছে একশ টাকা। এবারের আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে এপেক্স।

এছাড়া আয়োজনে সহযোগিতা করেছে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট, ওয়াচেস ওয়ার্ল্ড। প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম, দ্যা বিজনিস স্টান্ডার্ড এবং রাশিয়ান হাউস ইন ঢাকা অনুষ্ঠানে যুক্ত সহায়তা দেবে। সংবাদ সম্মেলনে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সত্যজিৎ রায়সহ বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য এবং রিপোর্ট একাত্তর ডটকম’র সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com