রংপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মনোয়ারুল ইসলাম মিঠু (৪১) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী শিশু নির্যাতন দমন ট্যাইব্যুনালের বিচারক মো. রোকনুজ্জামান এই আদেশ দেন। সেই সাখে একলাখ টাকার জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার পুটিমারী গ্রামের নজরুল ইসলামের পুত্র মনোয়ারুল ইসলাম বদরগঞ্জের শ্যামপুর সুগারমিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। করোনাকালিন সময়ে স্কুল বন্ধ থাকায় ওই শিক্ষক ২০২০ সালের ৭ নভেম্বর স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীকে ফুসলিয়ে স্কুলে ডেকে নিয়ে ধর্ষণ করে।
বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি প্রদান করে ওই শিক্ষক। ঘটনার ৭ দিন পরে ওই শিক্ষার্থী নিজেই বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মামলা করে। ওই মামলায় তদন্তকারি কর্মকর্তা এসআই আরিফ হোসেন গত ৩১ আগস্ট আদালতে চার্জসিট দাখিল করেন। ১৪ জনের সাক্ষ , যুক্তি-তর্ক শেষে বৃহস্পতিবার রায় ঘোাষণা করা হয়।
নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গির অলম তুহিন বলেন, ওই শিক্ষক শিক্ষার্থীকে মিথ্যে বলে স্কুলে ডেকে নিয়ে ধর্ষণ করে। আদালতে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক।
সূত্র: বা/প্র