শরীয়তপুরে ব্রিজের রেলিং ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে ১ জন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনির আহমেদ খান।
নিহত নাঈম বেপারী (৩২) সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের মনির উদ্দিন বেপারীর ছেলে। আহতরা হলেন, মজিবর সরদার(৪৫), তাহের শিকদার (৩০)।
ফায়ার সার্ভিস টিমলিডার আমজাদ হোসেন বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের দুই টিমের সমন্বয়ে ট্রাকের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করি। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।