শরীয়তপুরের ডামুড্যাতে রাসেল সরদার (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ( জেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় ঘটে এ ঘটনা। নিহত রাসেল সরদার একই এলাকার ইসহাক সরদারের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার দুপুরে ভাঙ্গাব্রিজ এলাকায় একটি সেলুনে চুল কাটছিলেন রাসেল।
এসময় পেছন থেকে স্থানীয় বিএনপি কর্মী সাইফুল মাদবর ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে মৃত্যু হয় তার।
এ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজনরা।