শ্রমিক লীগ লালমোহন উপজেলা শাখার সভাপতি ও পূর্ব চরছকিনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
গতকাল সন্ধ্যায় লালমোহনের ২নং কালমা ইউনিয়নে নাগরিক সমাজের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পূর্ব চরছকিনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরাও অংশ নেয়।
উল্লেখ্য, গত পহেলা নভেম্বর সোমবার রাতে লালমোহন চৌরাস্তার মোড়ে পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী হামলা হয়। এসময় আওয়ামীলীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।