র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার মোঃ ওমর আলী এর নেতৃত্বে চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ ধানাধীন ৯নং নয়লাভাঙ্গা ইউনিয়নের রাণীহাটি বাজান বাজার এলাকার সামনে থেকে ১ কেজি ৮৪০ গ্রাম হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সুমন ইসলাম (২৩) কে আটক করেছে।
আটককৃত সুমন মোঃ মাইনুল ইসলাম ছেলে। র্যাব জানান, সুমনের মাদক ব্যবসার বিষয় গোপন সংবাদের ভিত্তিতেই আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে আটক করা হয়।