রংপুর বিভাগীয় কলেজিয়াট প্রোগ্রামিং প্রতিযোগিতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসি অনুষদের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের alpha tech present BRUR CSE Fest 2024 এর উদ্যোগে৷ সেখানে রংপুর বিভাগের মধ্যে সকল পাবলিক ,প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি কলেজ থেকে ৩১টি দল অংশ গ্রহণ করেন।
রবিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠানে সাফল্য অর্জনকারীদের পুরষ্কার বিতরণ করেন RDCPC।
হাবিপ্রবি কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের এমন সাফল্যের জন্য গর্ব প্রকাশ করে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড.আবিদা মাহজাবিন নিতু বলেন, বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে প্রোগ্রামিং কন্টেস্ট ২০২৪ এর আয়োজন করা হয় এবং এই প্রতিযোগিতায় আমাদের সিএসই অনুষদের তিনটি টিম যথেষ্ট ভালো অর্জন করেছে,চ্যাম্পিয়ন হয়েছে আমাদের একটি টিম,সেকেন্ড পজিশন পেয়েছে আরেকটি টিম এবং ফোর্থ পজিশন।
এবং আমাদের এই ছাত্ররা সবাই সিএসই অনুষদের। আমাদের সিএসই অনুষদের অধীনে সিএসই বিভাগের পরিচালিত একটি ক্লাব আছে প্রোগ্রামার্স এ্যারেনা।
এই প্রোগ্রামার্স এ্যারেনায় আমাদের ছাত্ররা মানে আমাদের সিএসই, ইসিই, ত্রিপলই বা যারা কম্পিটিটিভ প্রোগ্রামে আগ্রহী তারা সবাই এই ক্লাবের আন্ডারে প্রোগ্রামিং প্র্যাক্টিস করে এবং এখান থেকেই টিম ফর্মেশন করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
তাদের এই বিভাগীয় সাফল্যে যারা চ্যাম্পিয়ন হয়েছে,সেকেন্ড এবং ফোর্থ পজিশন পেয়েছে তাদের এই সাফল্যে আমরা অনেক গর্বিত।
তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের জন্য শুভ কামনা থাকল।তাদের সার্বিক প্রচেষ্টায় পড়ালেখার পাশাপাশি সার্বক্ষণিক প্রাক্টিসের মাধ্যমে তারা এই পর্যন্ত এসেছে।বিভিন্ন ভাবে আরও যদি ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হয় তাহলে আমরা আশা করছি বাংলাদেশের ন্যাশনালি যে কম্পিটিশন গুলো হয় সেখানেও তারা যথেষ্ট ভালো স্থান দখল করবে বা প্রথম ১০ টা টিমের মধ্যে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি।
একই সাথে কম্পিউটার সায়ন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, আমাদের কয়েকটি টিম এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রথম দ্বিতীয় অবস্থান লাভ করে সাফল্য অর্জন করেছে।
আমি একজন ফ্যাকাল্টির ডিম হিসাবে শুধু গর্ববোধ করছি।
আমার শিক্ষার্থীরা তারা অনেক পরিশ্রম করে এ সাফল্য অর্জন করেছে যেটি আমাদের বিশ্ববিদ্যালয়কে গর্বের জায়গায় নিয়ে গেছে।
এ জাতীয় আরো খবর..