শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

মুলাদীতে যৌথ অভিযানে বোমা-দেশীয় অস্ত্রসহ দুই ভাই গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার

বরিশালের মুলাদীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আব্বাস হাওলাদার এবং তার ভাই বশির হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানের সময় আব্বাসের বাড়ি থেকে ১৩টি ককটেল বোমা, নগদ অর্থ, একটি রামদা ও দুটি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্বাস ও বশির মুলাদী উপজেলার আব্দুল রব হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, আব্বাস দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি ও ভূমিদখলসহ অসংখ্য অপরাধের সঙ্গে সে জড়িত। এর আগে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ও দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর আব্বাস ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আব্বাসের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন করে মামলা দায়ের করা হচ্ছে। তিনি আরও জানান, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com